সলমনকে হুমকি লরেন্সের গ্যাং-র, ‘পরেরবার ফাঁকা বাড়িতে গুলি চলবে না’

সলমন খানের বাড়িতে হামলার দায় স্বীকার করে নিল লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। আনমোল বিষ্ণোই নামক একজন এই এক্স হ্যান্ডেলে পোস্ট করে হামলার দায় স্বীকার করে নিয়েছেন। সম্পর্কে তিনি লরেন্স বিষ্ণোইয়ের ভাই। একইসঙ্গে সলমনকে সতর্কও করেছেন। হুমকি দিয়েছেন যে পরেরবার গুলি আর বাড়ির দেওয়ালে লাগবে না।আশঙ্কা আগেই করা হয়েছিল। সেটাই সত্য হল।

সলমন খানের বাড়ি, গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে গুলি চালায় দুই বন্দুকবাজ রবিবার ভোরে। মোট গুলি চলে ৫ রাউন্ড, তার মধ্যে ২ রাউন্ড গুলি লাগে সলমনের বাড়ির বারান্দায়। ইতিমধ্যেই তিন জনকে সন্দেহ জনক ভেবে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুই জনের মধ্যে একজনকে চিহ্নিতও করা হয়েছে। অভিযুক্তের নাম বিশাল। সে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের সদস্য রোহিত গোদারার অধীনে কাজ করে থাকে। বিষ্ণোইয়ের গ্যাংয়ের নাম উঠে আসতেই আনমোল বিষ্ণোই সলমনের বাড়ির বাইরে গুলি চালানোর দায় স্বীকার করে নেন। তিনি হুমকি দিয়েছেন, এটাই শেষ সতর্কতা।    

আনমোল তাঁর পোস্টে লিখেছেন, “নিপীড়নের বিরুদ্ধে আমরা শান্তি চাই। সলমন খান, এটা শুধু আপনাকে ট্রেলার দেখানো হচ্ছে। এরপর আর খালি বাড়িতে গুলি চালানো হবে না। আমরা দাউদ ইব্রাহিম ও ছোটা শাকিলের নামে দুটি কুকুর পুষে রেখেছি, যাদের আপনারা ঈশ্বর বলে মনে করেন। বেশি কথা বলার অভ্যাস নেই আমার। জয় শ্রী রাম, জয় ভারত। (লরেন্স বিষ্ণোই গ্রুপ) গোল্ডি ব্রার, রোহিত গোধরা, কালা জাথেদি।” গত বছরই এনআইএ জানিয়েছিল যে, জেলবন্দি কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হিটলিস্টে প্রথম ১০ জনের মধ্যেই সলমন খানের নামওরয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *