দিল্লিতে কানহাইয়া কুমারকে টিকিট দিল কংগ্রেস।সেই সঙ্গে রাজধানীর আরও দুই আসনে রবিবার প্রার্থী ঘোষণা করেছে হাত শিবির।পাঞ্জাবের কয়েকটি আসনের প্রার্থীর নামও ঘোষিত হয়েছে।তার মধ্যে অন্যতম জলন্ধর থেকে পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি।
দিল্লির তিনটি কেন্দ্রে লড়বে কংগ্রেস উত্তর-পূর্ব দিল্লি আসন থেকে টিকিট দেওয়া হয়েছে কানহাইয়াকে তবে তাঁকে লড়তে হবে বিজেপির মনোজ তিওয়ারির বিরুদ্ধে।দিল্লিতে মনোজ তিওয়ারিই একমাত্র সাংসদ যাকে টিকিট দিয়েছে বিজেপি।এছাড়া চাঁদনি চক থেকে জে পি আগরওয়াল এবং উত্তর পশ্চিম দিল্লি থেকে সাংসদ উদিত রাজকে প্রার্থী করেছে কংগ্রেস।কেবল দিল্লি নয়, এদিন পাঞ্জাবের বেশ কয়েকটি আসনেও প্রার্থী দিয়েছে তারা।
দিল্লিতে আসনরফা হলেও পাঞ্জাবে একলা চলো নীতি নিয়েছে আপ।ফলে কংগ্রেস সবকটি আসনে প্রার্থী দেবে বলেই অনুমান।রবিবার সেরাজ্যের ৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস।এছাড়াও অমৃতসরে গুরজিৎ সিং অজলা এবং ফতেগড় সাহিব থেকে অমর সিংকে টিকিট দেওয়া হয়েছে।দুজনেই গত নির্বাচনে জিতেছিলেন।