রামনবমীতে এলাহি আয়োজন, অযোধ্যার যাবে ১,১১,১১১ কেজির লাড্ডু

প্রায় পাঁচশো বছরের বিতর্কে ইতি ঘটিয়ে অযোধ্যার রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার।রামলালা বিরাজমান হওয়ার পর এই প্রথম রামমন্দিরে পালিত হবে রামনবমী।স্বাভাবিকভাবেই জোরকদমে চলছে প্রস্তুতি। দেবরহ হংস বাবা ট্রাস্টের সদস্য অতুল কুমার সাক্সেনা জানিয়েছেন, রামলালার জন্মদিন উপলক্ষে প্রসাদ হিসেবে এই ট্রাস্টের তরফে ১ লক্ষ ১১ হাজার ১১১ কেজির লাড্ডু পাঠাবেন।যা ১৭ এপ্রিল ভক্তদের প্রসাদ হিসেবে বিলি করা হবে।

তবে শুধু রামমন্দিরেই নয়, প্রতি সপ্তাহেই এই ট্রাস্টের তরফে লাড্ডু পৌঁছে যায় বারাণসীর কাশী বিশ্বনাথ থেকে দক্ষিণে তিরুপতি বালাজি মন্দির-সহ বিভিন্ন ধর্মীয় স্থানে।বর্তমান রামনবমীর আগেই অযোধ্যায় প্রতিদিন লক্ষ লক্ষ ভক্তরা যান রামলালা দর্শনে।এর আগে গত ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন ৪০ কেজির লাড্ডু প্রসাদ হিসেবে পাঠিয়েছিলেন।

তবে এবার লাড্ডুর ওজন পেরল ১ লক্ষ কেজি। আন্দাজ করতে সমস্যা হয় না যে ঠিক কত বড় আকারের লাড্ডু ভোগ হিসেবে পেতে চলেছে রামলালা।উল্লেখ্য, এবারের রামনবমীতে রামলালার কপাল উজ্জ্বল হবে সূর্য তিলকে।গত শনিবার তারই ট্রায়াল হয় রামমন্দিরে।প্রায় ৪ মিনিট ধরে রামলালার কপালে দেখা মেলে সূর্য তিলকের।আগামী ১৭ তারিখ যে মুহূর্তের সাক্ষী হতে ভিড় জমাবেন ভক্তরা।জানা গিয়েছে, রামনবমী উপলক্ষে পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী নিরাপওা ব্যাবস্থা করা হয়েছে রামমন্দিরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *