ইতিহাস গড়ল বেয়ার লেভারকুসেন

বুন্দেশলিগা এক নতুন চ্যাম্পিয়ন পেল। জার্মানির ফুটবল লিগে বেয়ার লেভারকুসেন বায়ার্ন মিউনিখের আধিপত্য থামিয়ে প্রথম বারের জন্য ট্রফি জিতল। অপর দিকে আর্সেনাল ও লিভারপুল পরাজিত হওয়ায় প্রিমিয়ার লিগের লড়াইয়ে ম্যাঞ্চেস্টার সিটির সুবিধা হল।

বায়ার্ন গত ১১ বছর ধরে বুন্দেশলিগা জিতে আসছিল।তবে এ বার আর পারল না তারা।  রবিবার ওয়ের্ডার ব্রেমেনকে ৫-০ গোলে হারিয়ে লেভারকুসেন চ্যাম্পিয়ন হল । স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার জাভি অলোনসো দায়িত্ব নেওয়ার পরে লেভারকুসেনে আমূল বদল এসেছে ।তারা লিগে টানা ২৯টি ম্যাচে অপরাজিত এবং শেষ ৪৩টি ম্যাচে কেউ লেভারকুসেনকে হারাতে পারেনি।

তারা পাঁচ ম্যাচ বাকি থাকতেই ১৬ পয়েন্টের লিড নিয়ে চ্যাম্পিয়ন হল । ১৯৯৩ সালের পর এই ক্লাবে আবার কোনও ট্রফি ঢুকল । অন্য দিকে প্রিমিয়ার লিগ জেতার দৌড়ে ম্যাঞ্চেস্টার সিটি এগিয়ে গেল । রবিবার ক্রিস্টাল প্যালেসের কাছে ০-১ গোলে লিভারপুল হেরে যায়। আবার একই দিনে অ্যাস্টন ভিলা ২-০ গোলে হারিয়েছে আর্সেনালকে। ২০২৪ সালে প্রথম ম্যাচ হেরেছে তারা। ম্যাঞ্চেস্টার সিটি এই দুই খেলার পরে ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে । আর্সেনাল ও লিভারপুলের সম সংখ্যক ম্যাচে পয়েন্ট ৭১। তিন দলেরই ছ’টি করে ম্যাচ বাকি। ম্যাঞ্চেস্টার সিটি আর পয়েন্ট নষ্ট না করলে আরও এক বার চ্যাম্পিয়ন হবে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *