নববর্ষের সন্ধ্যায় চিনার পার্কের রেস্তরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা।ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৩টি ইঞ্জিন।রেস্তরাঁ কর্মীরাই প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
অগ্নিকাণ্ডের জেরে রেস্তরাঁ লাগোয়া রাস্তায় ব্যাপক যানজট ঘুরপথে চলছে বেশ কিছু বাস।তাই চিনার পার্কের নপাড়া এলাকায় অন্যান্য দিনের তুলনায় ভিড় খানিকটা বেশিই ছিল।আচমকাই ওই এলাকার একটি রেস্তরাঁয় দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে।ফলে আতঙ্কিত হয়ে পড়েন ভিতরে থাকা লোকজনরা।
অগ্নিকাণ্ডের খবর কানে যাওয়া মাত্রই রেস্তরাঁ থেকে বেরনোর জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়।শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও রেস্তরাঁর আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।স্বাভাবিকভাবেই আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।