নববর্ষে মিড ডে মিলে পাতে পড়বে মাছ, মাংস, ফল পায়েস?

আজ পহেলা বৈশাখ অর্থাৎ বাঙালীর নববর্ষ। নববর্ষে এবার শিক্ষার্থীদের পাতেও পড়বে মাংস ভাত, পায়েস ফল, মিষ্টি। হ্যাঁ নববর্ষের এই নয়া মেনুই ঠিক করেছেন শিক্ষা দফতর। তবে এর জন্য বাড়তি কোন টাকা বরাদ্দ করা হবে না। পহেলা বৈশাখের পর কাল স্কুলে প্রথম দিন। কালকে খাওয়ানোর নির্দেশ এই নতুন মেনু। তবে টাকা আসবে কোত্থেকে? প্রশ্ন শিক্ষক মহলের।

বেশ কিছু শিক্ষকদের দাবি মিড ডে মিলের জন্য যে টাকা বরাদ্দ করা হয়, তাতে সারা বছরের জন্য পুষ্টিকর খাদ্য শিক্ষার্থীদের প্রদান করা সম্ভব হয় না। তার ওপর মাংসের জন্য বাড়তি খরচ তারা পাবে কোত্থেকে? এছাড়াও আগে মিড ডে মিলের গুণমান, পুষ্টিমান এবং আরও নানা কারণে নানা অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, ভোটের আগেই কেন মাংস ভাত খাওয়ানোর ইচ্ছা প্রকাশ করা হয়। আর ভোট চলে গেলেই মেনু থেকে মাংস বদলে সোয়াবিন হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *