তালগাছের পাতা দিয়ে সাদা বালির সৈকতে লিখেছিলেন ‘হেল্প’।আর তাতেই প্রাণ বাঁচল তিন নাবিকের। এই তিন নাবিক প্রশান্ত মহাসাগরের এক নির্জন দ্বীপে আটকে পড়েছিলেন । বালির সৈকতে সঙ্কেত দেখে তাঁদের উদ্ধার করল আমেরিকার উপকূলরক্ষী বাহিনীর বিমান।
আমেরিকার উপকূলরক্ষী বাহিনীর দ্বারা এক বিবৃতিতে জানানো হয়েছে,গত ৯ এপ্রিল প্রশান্ত মহাসাগরের পিকেলট দ্বীপ থেকে ওই তিন জন নাবিককে উদ্ধার করা হয়েছে। ওই দ্বীপে কেউ বসবাস করেন না। তিন নাবিকের পরিচয় এখনও জানা যায়নি। খবর, তাঁরা সুস্থ রয়েছেন।এই উদ্ধার অভিযানের প্রধান লেফটেন্যান্ট চেলসি গার্সিয়া জানিয়েছেন, আমেরিকার উপকূলরক্ষীবাহিনী ও নৌসেনার মধ্যে সমন্বয়ের কারণেই তিন জনের প্রাণরক্ষা হয়েছে ।তিনি তাঁদের বুদ্ধিমত্তারও প্রশংসা করেছেন । কারণ সৈকতে ‘হেল্প’ লেখার কারণেই চোখে পড়েছিল উদ্ধারকারী দলের।
আমেরিকার উপকূলরক্ষী বাহিনীর তরফে জানা গেছে, ৩১ মার্চ ইস্টার উপলক্ষে তিন জন মোটরবোটে চেপে মাছ ধরতে বেরিয়েছিলেন ।কিন্তু আচমকাই খারাপ হয়ে যায় তাঁদের মোটর। নির্জন দ্বীপে আটকে পড়েন তাঁরা। ছ’দিন পরেও যখন তাঁরা বাড়ি না ফেরায়, তাঁদের পরিবারের তরফে পুলিশকে বিষয়টি জানান।আর তার পরেই তিন জনের খোঁজে নামে আমেরিকার উপকূলরক্ষীবাহিনী। প্রথমে আবহাওয়ার কারণে উদ্ধারকাজ কিছুটা ধাক্কা খায় । এরপর ৭ মার্চ ওই পিকেলট দ্বীপে তিন জনকে দেখতে পায় আমেরিকার উপকূলরক্ষী বাহিনীর বিমান এবং তার পর বাকি ব্যবস্থা সেরে দু’দিন পর উদ্ধার করা হয় তাঁদের।