ভারত-সহ প্রতিবেশী দেশগুলিতে ছড়িয়ে থাকা ৫১ টি সতীপীঠের অন্যতম উদয়পুরের ত্রিপুরাসুন্দরী মন্দির।মন্দির চত্বরে শর্ট ভিডিও ও রিলের উপর নিষেধাজ্ঞা জারি করে জানানো হয়েছে,মন্দিরে ভিডিও নিয়ে কোনও অশ্লীল গানের রিল তৈরি করা বা ব্যাকগ্রাউন্ডে মন্দিরের গর্ভগৃহের ভিডিও দিয়ে নাচের ভিডিও নিষিদ্ধ করা হয়েছে।যদি কেউ প্রশাসনিক নির্দেশ অমান্য করেন সেক্ষেত্রে কড়া শাস্তি দেওয়া হবে।
মন্দির কর্তৃপক্ষের দাবি, এই ধরনের ভিডিও প্রবিত্র তীর্থস্থানের সঙ্গে জড়িত মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারেন না।নিয়ম অমান্য করে কেউ যদি এই কাজ করবেন সেক্ষেত্রে ফৌজদারি আইনে উপযুক্ত ধারায় কঠোর শাস্তি দেওয়া হবে।
উল্লেখ্য, কচ্ছপের মতো আকৃতির ত্রিপুরাসুন্দরী মন্দিরটি কুর্ম পীঠ নামেও পরিচিত। মন্দিরের কাঠামোটি প্রথম দেখায় একটি অনেকটা বৌদ্ধ-স্তূপ বলে মনে হয়।মহারাজা ধন্য মাণিক্য ১৫০১ সালে ত্রিপুরাসুন্দরী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন।