একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ,দাউ দাউ করে জ্বলছে দমদমের বস্তি

দমদমের হনুমান মন্দিরের কাছে ছাতাকলের লাগোয়া বসতিতে বিধ্বংসী অগ্নিক্যান্ড।দাউদাউ করে জ্বলছে একের পর এক ঘর কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা।পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৫টি ইঞ্জিন।যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ।

প্রথম একটি খাটালে আগুন লাগে।পরে সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।ফলে একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ শুরু হয়।তার ফলে মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয়।স্থানীয়দের অভিযোগ, বেশ কিছুক্ষণ পর দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন।ততক্ষণে যা ক্ষতি হওয়ার তা হয়ে গিয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দমদমের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী।ঘটনাস্থল পরিদর্শনে যান দমকল মন্ত্রী সুজিত বসু।ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন নেভাতে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।দমকলের রোবট আগুন নেভানোর কাজে সাহায্য করছে বলেই জানান দমকল মন্ত্রী।স্থানীয়দের দাবি এদিনের ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।অগ্নিকাণ্ডের জেরে একাধিক গবাদি পশুর মৃত্যু হয়েছে।প্রায় ৫০-৬০টি ঘর পুড়ে ছাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *