প্রার্থী তালিকা নিয়ে বৈঠক নওশাদের

ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ) আরও চার আসনে প্রার্থী ঘোষণা করলেন। শনিবার সকালে সাংবাদিক বৈঠক করে প্রার্থী তালিকা ঘোষণা করলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী।  শনিবার প্রকাশ হওয়া এই তালিকায় রয়েছে একটি নতুন চমক। আইএসএফের টিকিট পেয়েছেন তৃণমূল বিধায়কের দাদা। জঙ্গিপুরের প্রার্থী হচ্ছেন শাহজাহান বিশ্বাস। তিনি মুর্শিদাবাদের সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাসের দাদা। এই নাম নিয়ে জল্পনা ছিলই। এবার সেই নাম ঘোষণা করা হল।

শাহজাহান বিশ্বাস আগেই থেকেই  সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে তিনি আইএসএফের প্রার্থী হচ্ছেন। তবে এই বিষয়ে কিছু জানেন না বলেই দাবি বিধায়ক ইমানি বিশ্বাসের। তিনি দাবি করেন যে, তাঁর দাদার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই, তাই এই প্রার্থী হওয়ার বিষয়েও তিনি কিছু জানেন না।এছাড়াও তিন কেন্দ্রের প্রার্থী তালিকা এদিন প্রকাশ করা হয়েছে। বনগাঁ কেন্দ্রের প্রার্থী হচ্ছেন দীপক মজুমদার, তমলুকের প্রার্থী মহিউদ্দিন আহমেদ ও কৃষ্ণনগরের প্রার্থী আফরোজা খাতুন মণ্ডল। এদিন হুগলির ফুরফুরা শরিফে আইএসএফের রাজ্য দফতরে তৃতীয় পর্যায়ের এই প্রার্থী তালিকা ঘোষণ করা হয়েছে। প্রথম পর্যায়ে আটটি, দ্বিতীয় পর্যায়ে পাঁচটি এবং তৃতীয় পর্যায়ে চারটি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করল আইএসএফ।

আইএসএফ এর আগে ডায়মন্ড হারবার, যাদবপুরের মতো কেন্দ্রে প্রার্থী দিয়েছে । অন্যদিকে, বাদ যাবে না কৃষ্ণনগরও, যেখানে এবার তৃণমূলের টিকিট পাছেন মহুয়া মৈত্র ও বিজেপির প্রার্থী কৃষ্ণনগরের রানি মা, অমৃতা রায়। অন্যদিকে আইএসএফ প্রার্থী দিল তমলুক কেন্দ্রে, যেখানে তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ও বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *