বিমানবন্দরে যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার লাক্ষাধিক  টাকা

কলকাতা বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে উদ্ধার হল বিপুল পরিমানে লাক্ষাধিক টাকা। নগদ সাড়ে ১১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছেন তারা। আগরতলা থেকে কলকাতা বিমানবন্দরে নামার পর শনিবার ভোররাতে ওই যাত্রীর লাগেজ থেকে উদ্ধার হয়েছিল এতগুলো টাকা। কেন এত টাকা নগদ আনা হচ্ছিল জবাব দিতে পারেননি জয়দেব পাল নামে ওই ব্যক্তিটি। আয়কর দফতরের এয়ারপোর্ট ইন্টেলিজেন্স ইউনিট  বাজেয়াপ্ত করেছিলেন এই টাকা। নির্বাচনের জন্য টাকা আনা হচ্ছিল কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যায়।

ভোটের মরসুমে প্রচুর বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ ওঠেই থাকে। এবার প্রথম থেকেই কড়া ব্যবস্থা নিচ্ছেন  নির্বাচন কমিশন। আয়কর দফতরও কড়া নজরদারিতে রেখেছেন। কিছুদিন আগেও এরকম সোনা উদ্ধার হয়, তার আগে উদ্ধার হইয়েছিল হিরে।

নির্বাচন কমিশন গত মাসেই ভোটবাংলা থেকে উদ্ধার হওয়া অর্থ, লিকার, সোনার তালিকা প্রকাশ করেছিল। ৩০ মার্চ অবধি উদ্ধার হওয়া নগদ টাকার যে পরিমাণ  তা ছিল ৭.৮৭ কোটি টাকা। ১২,৬৯,১৯৪.৯৩ লিটার লিকার উদ্ধার হয় যার মূল্য প্রায় ৩৩.৮৬ কোটি টাকা ছিল। কমিশন জানিয়েছিল যে, ভোটের সময় কোনওরকম বেআইনি লেনদেন, পাচার, অবৈধ কার্যকলাপ রুখতে তারা কঠোর থেকে কঠোরতম  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চলবে নজরদারিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *