ইজরায়েলে যখন তখন হামলা চালাতে পারেন ইরান,ভারতীয়দের সাবধান করে দিল বিদেশমন্ত্রক

ইরানের সেনাবাহিনী আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইজরায়েলের মাটিতে হামলা শুরু করতে পারেন।মার্কিন সূত্রকে উদ্ধৃত করে শুক্রবার এই রিপোর্ট প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।এই পরিস্থিতিতে ইরান ও ইজরায়েল দুই দেশে ভারতীয়দের না যাওয়ার পরামর্শ দিয়েছে বিদেশমন্ত্রক।ফলে যুদ্ধের আশঙ্কা আরও প্রবল হয়ে উঠছে।গত বছর ১ এপ্রিল সিরিয়ায়  ইরানের দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়।যাঁদের মধ্যে দুজন ছিলেন সেনাকর্তাও।

এই হামলার পিছনে ইজরায়েলের ‘হাত’ দেখছে ইরান, তারপর থেকেই ইজরায়েলকে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছিল ইরান।তবে রমজান মাস থাকায়  কোনও পদক্ষেপ করেনি ইরান, তবে উৎসব পর্ব কেটে যাওয়ার পর এবার সেই হামলার সম্ভাবনা বাড়তে শুরু করেছে।মার্কিন গোয়েন্দা পক্ষ থেকেও জানানো হয়েছে ইরান যে ইজরায়েলে হামলা চালাতে পারে সে খবর আমরা পাচ্ছি।আয়াতুল্লা খামেনেইয়ের বাহিনী দক্ষিণ ও উত্তর ইজরায়েলে হামলা চালাতে পারেন।এদিকে যুদ্ধ পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে ভারতের বিদেশমন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করেন “দুই দেশের বর্তমান পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে সকল ভারতীয়কে জানানো হচ্ছে,পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ভারতীয়রা যেন ইরান ও ইজরায়েলে না যান।পাশাপাশি এই দুই দেশে যে ভারতীয়রা রয়েছেন তাঁরা যেন ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখেন এবং সেখানে নিজেদের নাম নথিভুক্ত করান।পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে নিজেদের গতিবিধি নিয়ন্ত্রণ করুন।”

তবে বিশ্বজুড়ে যুদ্ধের আশঙ্কা যখন চরম আকার নিয়েছে তখন ইরানের ,এই আধিকারিক বলেন,ইজরায়েলকে আক্রমণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও যাবতীয় প্রস্তুতি সেরে রাখা হচ্ছে৷তবে ইরানের তরফে এই বিষয়ে ধোঁয়াশা জারি রাখা হলেও,নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কায় সতর্ক হয়ে উঠেছে গোটা বিশ্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *