দীপিকার পিঠে পোড়া দাগ হঠাৎ কী হল রণবীর ঘরনির

দীপিকা পাড়ুকোন বেশ কয়েক দিন ধরেই কাজ থেকে বিরতি নিয়েছেন।কারণ, দীপিকার এখন ধ্যান, জ্ঞান, মন সবই গর্ভে বড় হওয়া সন্তানকে ঘিরে।তাই তো এখন সব ভুলে মাতৃত্ব উপভোগ করছেন তিনি।কিন্তু এরই মাঝে দীপিকার গায়ে পোড়া দাগ।ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক।দীপিকা সোশাল মিডিয়ায় সম্প্রতি একটি ছবি পোস্ট করেন।যেখানে দেখা গিয়েছে,গোটা পিঠ রোদে পুড়ে একেবারে কালচে হয়ে গিয়েছে।আসলে, রণবীরকে সঙ্গে নিয়ে দীপিকা এখন বেবিমুনে ব্যস্ত,সৈকতের তীরে যে ব্যক্তিগত সময় কাটাচ্ছেন রণবীর ও দীপিকা।

বিয়ের প্রায় পাঁচ বছর পর মা হচ্ছেন দীপিকা।ফেব্রুয়ারির শুরুতেই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শোনা যাচ্ছিল।তবে সিলমোহর বসান রণবীর ও দীপিকা জানান সেপ্টেম্বর মাসে আসছে তাঁদের সন্তান।আম্বানিদের জামনগরের অনুষ্ঠানে গিয়েছিলেন দীপিকা।তবে এখন বিশ্রামেই রয়েছেন নায়িকা।

সূত্রের খবর, মুম্বইয়ে সন্তানের জন্ম দেবেন না বলিউড ‘মস্তানি’।তবে অনুষ্কা শর্মা ও বিরাট কোহলির মতোই দীপবীরও বিদেশে পাড়ি দিবেন।তেমনটা নয় জানা গিয়েছে,দীপিকা মুম্বই ছেড়ে বেঙ্গালুরু যাচ্ছেন।সেখানে তিনি মা-বাবার কাছেই থাকবেন এবং বেঙ্গালুরুতেই ভূমিষ্ঠ হবে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রথম সন্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *