শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত রেল চলাচল।সুভাষগ্রাম-সোনারপুর আপ রেল লাইনে ফাটলের জেরে বন্ধ ট্রেন পরিষেবা।রেল লাইন কাজ করার সময় কর্মীরা ডাউন এক নম্বর লাইন ফাটল নজরে আসে।সেখানেই ফাটল দেখা দেওয়ায় খবর সর্বত্র ছড়িয়ে পড়ে।রেল অফিসাররা খবর পেয়ে সেখানে ছুটে আসেন।ঘটনাস্থলে পৌঁছন রেলের কর্মীরাও।তারপরই জোরকদমে শুরু হয় লাইন মেরামতির কাজ, রেল সূত্রে জানান ঘণ্টা খানেকের মধ্যে পরিষেবা স্বাভাবিক হবে।
শনিবার বাংলা বছরের শেষ দিন,অনেকেই বাড়ি ফিরছেন।সেই অবস্থায় দক্ষিণ শাখার বারুইপুর ডায়মন্ড হারবার-লক্ষীকান্তপুর আপ লাইন ট্রেন চলাচল বন্ধে ক্ষোভ বাড়ছে যাত্রীদের মধ্যে।পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রর সঙ্গে যোগাযোগে করে বলেন, বিষয়টি জানা নেই।খোঁজ নিয়ে দেখছি।তবে ক্যানিং লাইন ট্রেন চলাচল স্বাভাবিকই রয়েছে।
গত বছরের শেষের দিকে বালিগঞ্জ স্টেশনের কাছে রেলের ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি ঘটে।সেই সময়ও বেশ কিছুক্ষণ পরিষেবা বন্ধ থাকে।ওই বছর অক্টোবর মাসেও গড়িয়ায় ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি ঘটেছি।দক্ষিণ শাখায় বার বার ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় রেলে পরিষেবার মান নিয়ে প্রশ্ন উঠছে।