কেন চিন্তায় পড়েছেন সাধারণ মানুষসহ সোনা ব্যবসায়ীরা?

পয়লা বৈশাখ, বাঙালির নববর্ষ দুই দিন বাদেই। অনেকেই এই দিনে সোনা কেনেন। তবে সোনার যা দর, তাতে পকেটে বেশ চাপ তৈরি করবে মধ্যবিত্তের। আজ, শুক্রবারও সোনার দাম আবার বাড়ল। তবে স্বস্তি জুগিয়ে রুপোর দাম, সামান্য কমেছে। নাগালে আসছে না কোনও ভাবেই। কেবল সোনার দাম চড়চড়িয়ে বেড়েই চলেছে। মার্চে শেষভাগে সেই যে সোনার দর ঊর্ধ্বমুখী হয়েছিল, তা এপ্রিল মাসেও একই রয়েছে। দিন-প্রতিদিন সোনার দাম বেড়েই চলেছে। সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে সোনা। পয়লা বৈশাখ উপলক্ষে দাম কমা তো দূরের কথা উল্টে আরো বেড়েই চলেছে। চিন্তায় ফেলছে সাধারণ মানুষসহ সোনা ব্যবসায়ীদেরও।

আজ, ১২ এপ্রিল ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম ৬,৬২১ টাকা রয়েছে। ৬৬ হাজার ২১০ টাকা ১০ গ্রাম সোনার দাম। গতকালের তুলনায় ১০ টাকা দাম বেড়েছে। ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭২২৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭২ হাজার ২৩০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৭ লক্ষ ২২ হাজার ৩০০ টাকা। ২২, ২৪ ক্যারেটের মতো ১৮ ক্যারেটের সোনার দামও আজ বেড়েছে। ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৪১৭ টাকা। ১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪ হাজার ১৭০ টাকা। সোনার দাম বাড়লেও সামান্য কমেছে রুপোর দাম। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৮৪৯০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম কমেছে। ১ কেজি রুপোর দাম ৮৪,৯০০ টাকা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *