আইএস জার্মানিতে জঙ্গি হামলার ফাঁদে ফেলার ছক কষছে।এই আশঙ্কা গত বছর ইজরায়েলে-হামাস সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই দানা বেঁধেছে।এই পরিস্থিতিতে এবার দুই কিশোরী ও এক কিশোরকে আটক করা হয় পশ্চিম জার্মানিতে।পুলিশের দাবি, তারা আইএসের হয়ে জঙ্গি হামলার প্রস্তুতি নিচ্ছিল।জানা গিয়েছে, তিনজনই ডাসেলডর্ফ অঞ্চলের বাসিন্দা তদন্তকারীদের দাবি করেন তারা হত্যালীলা চালানোর পরিকল্পনা করছিল।তবে এই বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি।জানা যাচ্ছে,তদন্ত জোরকদমে চলছে।
স্থানীরা সংবাদমাধ্যমের দাবি করেন, ওই কিশোর-কিশোরীরা নাকি মলোটভ ককটেল ও ছুরি নিয়ে হামলার নীল নকশা তৈরি করেছিল।তারা আগ্নেয়াস্ত্রের খোঁজও করছিল ,তবে তিনজনই আইএস সমর্থক।মনে করা হচ্ছে, তাদের লক্ষ্য ছিল পুলিশ ও খ্রিস্টান।এভাবে জার্মানিরই বাসিন্দাদের ‘বিভীষণ’ হিসেবে গড়ে তুলে সে দেশে হামলার উসকানি দেওয়ার পরিকল্পনা কষছে আইএস।
এই পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে জার্মান প্রশাসনরা।জারি করা হয়েছে হাই অ্যালার্ট,গত জানুয়ারিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল বলে খবর।তারা নতুন বছরে ক্যাথিড্রালে হামলার ছক কষছিল বলে জানিয়েছেন পুলিশ, তবে দুই আফগানও গ্রেপ্তার হয়েছিল।সুইডেনের পার্লামেন্টে হামলার পরিকল্পনা করছিলেন।