আদালতে তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিলেন সিবিআই

আসানসোলের বিশেষ সিবিআই আদালত তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ করে কয়লা মামলায় চার্জ গঠনের নির্দেশ দিলেন।আইনজীবী মামলায় শুনানির মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালাকে এই আদালতে হাজির করানো উচিত বলেও মন্তব্য করেছেন বিচারক রাজেশ চক্রবর্তী।

আসানসোল-রানিগঞ্জ খনি অঞ্চলে রাষ্ট্রায়ত্ত সংস্থা,ইসিএলের জায়গা থেকে কয়লা চুরি করে পাচারের অভিযোগে ২০২০ সালের ২৭ নভেম্বর মামলা দায়ের করেন সিবিআই।তবে ইসিএলের একাধিক কর্মী-আধিকারিক, সিআইএসএফ কর্মী ও কয়লা চুরি মামলায় কয়েক জন-সহ মোট ৪৩ জনকে গ্রেফতার করা হয়।ফলে ৩৯ জন এখন জামিনে মুক্ত।সিবিআই এখনও পর্যন্ত দু’টি চার্জশিট জমা করে দেওয়া পরেও, তদন্তে বিশেষ ভাবে অগ্রগতি দেখা যায়নি বলে নানা মহলের অভিযোগ।

আইনজীবী সূত্রের খবর, সম্প্রতি শুনানিতে এ নিয়ে অসন্তোষ জানান বিচারকরা। ২১ মে-র মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করা হয়।তবে পরিস্থিতির বিশেষভাবে পরিবর্তন না হলে সে দিন মামলার চার্জ গঠন করার নির্দেশ দেন।ফলে মামলা অভিযুক্ত অনুপ মাজিকে গ্রেফতার না করার নির্দেশ রয়েছে, উচ্চ আদালতের।বিচারক জানিয়েছেন, তার অর্থ নয় বলে যে, তিনি বিচার প্রক্রিয়ার মুখোমুখিই হবেন না। চার্জশিটে নাম থাকা কয়েক জন ষাটোর্ধ্ব, তা স্মরণ করিয়ে বিচারক জানিয়েছেন।এই অভিযুক্তদের দ্রুত বিচারের পূর্ণ অধিকার রয়েছে।সিবিআই সূত্রে জানা যায়, এখনও পর্যন্ত ৩১৮ জন সাক্ষীর বয়ান নথিভুক্ত হয়েছে।তদন্তকারীরা দাবি করেন যে দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *