আইআইটি গুয়াহাটিতে আবার ছাত্র মৃত্যুর ঘটনা। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, হস্টেলের বন্ধ ঘর থেকে ছাত্রের দেহ উদ্ধার হয়েছে। ছাত্রের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে আইআইটি গুয়াহাটিতে উত্তেজনা ছড়িয়েছে। প্রাথমিক অনুমান,২০ বছর বয়সই ওই ছাত্র আত্মহত্যা করেছেন ।সূ্ত্রের খবর, বুধবার রাতে নিরাপত্তারক্ষীরা হস্টেলের ঘরে ঝুলন্ত দেহ দেখতে পান। তাঁরাই পুলিশে খবর দেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সুত্রে খবর, হস্টেলের ঘরে একাই ছিলেন ওই ছাত্র। তাঁর ঘর থেকে একটি কাগজও উদ্ধার করেছে পুলিশ কিন্তু সেই কাগজে কী লেখা আছে, তা জানায়নি। তবে ওটা সুইসাইড নোট বলেই অনুমান করা হচ্ছে।
গুয়াহাটি পুলিশের এক উচ্চপদস্থ অফিসারের মতে, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ওই ছাত্র মানসিক চাপে ভুগছিলেন এবং সেই থেকেই আত্মহত্যা করেছেন। তবে এই মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে।’’
ওই ছাত্রটির পরিবার শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছে। তারা আত্মহত্যার তত্ত্ব মানতে চাইছে না। এই ঘটনার যথাযথ তদন্ত হওয়া উচিত বলে তারা দাবি করছে । আইআইটি গুয়াহাটি শোকপ্রকাশ করেছে ছাত্রমৃত্যুর ঘটনায় এবং মৃত ছাত্রের পরিববারের প্রতিও সমবেদনা জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। গত জানুয়ারিতেও এই আইআইটি গুয়াহাটিরই চতুর্থ বর্ষের এক ছাত্রের মৃত্যু হয়েছিল। নবনর্ষের পার্টি শেষে সেই ছাত্র আচমকাই অসুস্থ হয়ে পড়েন । হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।