ইফতার পার্টিতে আমন্ত্রণ জানিয়ে চরম অপমান মুনাওয়ার ফারুকিকে।মাথায় ডিম ছুড়লেন খোদ আমন্ত্রণকারীরা গোটা ঘটনায় রেগে যান স্ট্যান্ডআপ কমেডিয়ান।ঘটনার পরই অগ্নিশর্মা অবতারে ও মুনাওয়ারকে সেই পার্টি থেকে বেরিয়ে যেতে দেখা যায়।পুলিশে অভিযোগও দায়ের হয়েছে ৬ জনের বিরুদ্ধে।
মুম্বইয়ের মহম্মদ আলি রোডের এক রেস্তরাঁয় আয়োজিত ইফতার পার্টিতে আমন্ত্রিত ছিলেন মুনাওয়ার ফারুকি।সেখানে প্রবেশ করা মাত্রই রেস্তরাঁর মালিক কর্মী মিলে মুনাওয়ারকে উদ্দেশ্য করে ডিম ছুড়তে থাকেন।ফলে ঘটনার মারাত্মক রেগে যান মুনাওয়ার।জানা গিয়েছে, পাইধোনি থানায় হেনস্তাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে তিনি।
জানা গিয়েছে, আমন্ত্রণ থাকা সত্ত্বেও মুনাওয়ার ওই এলাকার অন্য এক রেস্তরাঁয় ইফতার করতে গিয়েছিলেন। তাঁদের রেস্তরাঁয় আগে না এসে পরে এলেন, তাঁর কারনে ক্ষুব্ধ হন ওই রেস্তরাঁর কর্মীরা। ইফতার পার্টির সেই দক্ষযজ্ঞের ভিডিও আপাতত নেটপাড়ায় ভাইরাল।