উষ্ণায়নের গ্রাস থেকে বিশ্বকে বাঁচাতে বার্তা রাষ্ট্রসংঘ কর্তার

বিশ্ব উষ্ণায়ণের জেরে পৃথিবী ক্রমশ এগোচ্ছে ধ্বংসের দিকে।এই পরিস্থিতি অবহেলা করলে বড় মাশুল গুনতে হতে পারে আগামী দিনে। বিশ্ব উষ্ণায়ণ সংক্রান্ত আলোচনায় পৃথিবীকে বাঁচাতে আমাদের হাতে মাত্র ২ বছর বাকি আছে বলে জানালেন রাষ্ট্রসংঘের জলবায়ু বিষয়ক প্রধান সাইমন স্টিল। পাশাপাশি পৃথিবীকে বাঁচাতে দেশের সরকার থেকে শুরু করে ব্যবসায়ী, রাজনৈতিক নেতা ও উন্নয়ন ব্যাঙ্কগুলিকে একজোট হয়ে  এগিয়ে আসার বার্তাও দিলেন তিনি।

সাইমন স্টিল লন্ডনের চ্যাথাম হাউস থিঙ্ক ট্যাঙ্কের সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, পৃথিবীকে রক্ষা করতে গ্রিন হাউস গ্যাসের নির্গমণকে কমানোর সুযোগ এখনও আমাদের হাতে রয়েছে। তবে তার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা। বিশ্বকে বাঁচাতে হাতে সময় মাত্র ২ বছর। তাঁর কথায়, গোটা বিশ্বের প্রতিটি মানুষই বিশ্ব উষ্ণায়নের প্রভাব অনুভব করছেন।

এবিষয়ে সাহায্যের জন্য উন্নয়নশীল দেশগুলিকে এগিয়ে আসার ডাক দিয়ে তিনি জানান, জলবায়ু সংকটের মতো বিষয় বিশ্বের বিভিন্ন এজেন্ডা থেকে সরে যাচ্ছে। যা খুবই চিন্তার বিষয় । তিনি জানান, উন্নয়নশীল দেশগুলিকে ক্ষতিকারক জ্বালানির পরিবর্তে গ্রিন এনার্জির পথ ধরে এগিয়ে যেতে হবে। পাশাপাশি, রাজনৈতিক নেতাদের একে অপরের ঘাড়ে দোষ চাপানোর  প্রক্রিয়া এবার ছাড়তে হবে । কারও ঘাড়ে দোষ চাপানো কখনই কৌশল হতে পারে না। আবার জলবায়ুর মত বিষয়কে সরিয়ে রাখাও সংকটের সমাধান হতে পারে না। সকলকে এর জন্য এক জোট হয়ে কাজ করতে হবে। একইসঙ্গে তিনি জানান, তাৎপর্যপূর্ণভাবে প্রতিটি জি ২০-এর সদস্যভুক্ত দেশগুলি বিশ্বের ৮০ শতাংশ কার্বন নিঃসরণ করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *