লখনউয়ের ডেরায় প্রথম জয়ের খোঁজে  দিল্লি

পর পর দুটো ম্যাচে হারের ধাক্কা থেকে বেরিয়ে আসতে পারবে কি  সৌরভ গঙ্গোপাধ্যায়ের টিম? চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয়ের ধারা আর ধরে রাখতে পারেনি দিল্লি ক্যাপিটালস। কলকাতা নাইট রাইডার্সের কাছে ১০৬ রানে হারতে হয়েছে। ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ২৯ রানে হার। জোড়া হারের ফলে টিমের মনোবল তলানিতে। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আজ নামছে চলছে দিল্লি ক্যাপিটালস।

পন্থকে কিন্তু দুটো চাপ মাথায় নিয়েই মাঠে নামতে হবে । এক, ছন্দে থাকা বোলার কুলদীপ যাদবকে পাওয়া যাবে না। লখনউয়ের স্টে়ডিয়ামের পিচ ঘূর্ণী থাকবে। স্লো বল কার্যকর ভূমিকা যেমন নেবে, তেমন স্পিনারদের হাতে থাকবে ম্যাচের চাবিকাঠি। কুলদীপ থাকলে দিল্লি অ্যাডভান্টেজ পেতে পারত। তা হওয়ার সম্ভাবনা কম। লখনউয়ের বিরুদ্ধে দুটো অঙ্ক ম্যাচ জেতার স্বপ্ন দেখাতে পারে পন্থকে। এক, দুই ওপেনার পৃথ্বী ও ডেভিড ওয়ান যদি বড় রান দিতে পারেন টিমকে, তা হলে অ্যাডভান্টেজ নেওয়া যাবে। পৃথ্বী ছন্দে আছেন, কিন্তু ওয়ার্নার প্রত্যাশা মেটাতে পারছেন না। দ্বিতীয় অঙ্ক, একানার কন্ডিশন যদি কাজে লাগাতে পারেন অক্ষর প্যাটেল। ওয়াংখেড়েতে তিনি বেশ ভালো বোলিং করেছিলেন। লখনউয়ের বিরুদ্ধে তাঁর কাছে ম্যাচ জেতানো বোলিং চাইছে দিল্লি।

একানা স্টেডিয়ামের  বাইশ গজকে কাজে লাগিয়ে গুজরাট টাইটান্সকে হারিয়েছিল রাহুলের দল। পেস সেনসেশন মায়াঙ্ক যাদব তলপেটের চোটের কারণে হয়তো খেলতে পারবেন না এই ম্যাচে। তিনি না খেলতে পারলে খানিকটা চাপেই থাকবে এবার  টিম। তাই এবার দায়িত্ব নিতে হবে নবীন উল হককে। এদিকে লখনউকে স্বস্তি দিচ্ছেন কুইন্টন ডি কক। দিল্লি কখনও একানা স্টেডিয়ামে জেতেনি। টানা তিনটে ম্যাচ হেরেছে ডিসি। আজ দিল্লি যদি আবার হারে, তা হলে কিন্তু পয়েন্ট টেবলের তলানিতে নেমে যেতে হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *