তৃণমূলের মাধ্যমিক শিক্ষক রাজ্য সম্মেলন নিয়ে বিতর্ক

রাজ্যের তৃণমূল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতির রাজ্য সম্মেলন হবে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে সরিষায়।সেখানে ৫০০ টাকা রেজিস্ট্রেশন ফি নিয়ে প্রশ্ন করছে তৃণমূলপন্থী শিক্ষকদেরই একাংশ। আগে তাঁদের সম্মেলনে রেজিস্ট্রেশন ফি ছিল না।এবারে ইতিমধ্যেই ২২ হাজার শিক্ষকের রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্বরা।তাঁদের বিরুদ্ধে জোর করে রেজিস্ট্রেশন করানোর অভিযোগও উঠেছে।এই রেজিস্ট্রেশনের মাধ্যমে দলের সদস্য পদ পাওয়া যাবে বলেও জানানো হয়েছে।

শিক্ষকদের একাংশের দাবি করেন অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে ইতিমধ্যেই এক কোটি টাকা উঠে গিয়েছে।এভাবে সম্মেলনের নামে কোটি কোটি টাকা তোলা যায়।পার্শ্ব শিক্ষকদের ৫০০ টাকা করে দিতে অসুবিধা হচ্ছে।যদি ১৯ এপ্রিল উত্তরবঙ্গে ভোটে কর্মরত যে শিক্ষকেরা ডায়মন্ড হারবারে ১৬ এপ্রিলের সম্মেলনে আসবেন, তাঁরা সঠিক সময়ে ভোটের ডিউটিতে যোগ দিতে পারবেন।

সমিতির রাজ্য সভাপতি মইদুল ইসলাম বলেন, ‘‘১৬ তারিখ সম্মেলনের পরে ট্রেন ধরে বাড়ি গেলে ভোটের ডিউটিতে যোগ দিতে অসুবিধা হবে না উত্তরবঙ্গের শিক্ষকদের।অনলাইনে ৫০০ টাকা রেজিস্ট্রেশন ফি এবং পরিচয়পত্র, খাবারের কুপন এবং অন্য জিনিসও দেওয়া হবে।রেজিস্ট্রেশন করার জন্য চাপ দেওয়ার অভিযোগ ঠিক নয়।মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা অনিমেষ হালদারের বলেন।‘‘রাজ্যের স্কুলগুলিতে শূন্যপদে নিয়োগ, ডিএ বঞ্চনা, নিয়োগ দুর্নীতি-সহ শিক্ষক-শিক্ষাকর্মীদের সমস্যাগুলি সমাধানের দিশা দেখাবে এই সম্মেলন’’ পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক কার্যকরী সভাপতি প্রীতম হালদার বলেন, ‘‘মানব সম্পদের উন্নয়ন ঘটিয়ে কী করে কর্মক্ষমতা বাড়ানো যায় সেই দিকেও আলোকপাত করা হবে।’’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *