একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ, কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে ঝুপড়ি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড।পুড়ে ছাই একের পর এক দোকান।এই ঘটনায় বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন ব্যবসায়ীরা।শুক্রবার কল্যাণী এক্সপ্রেসওয়ের আশেপাশে দোকানে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়।ফলে একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ শুরু হয়।মুহূর্তের মধ্যে গোটা এলাকা জ্বলে যায়।
আগুনের লেলিহান শিখা গোটা এলাকার প্রায় দখল করে নেয়।কালো ধোঁয়ায় ঢেকে যায় সর্বত্র এলাকা।স্থানীয় বাসিন্দারাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন,ফলে খবর দেওয়া হয় দমকলেও।তবে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন।
যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ।প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে অন্তত তিনটি ঝুপড়ি ও দোকান পুড়ে ছাই হয়ে যায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় যান বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত । চোখের সামনে নিজেদের ব্যবসা ক্ষেত্র পুড়ে ছাই হয়ে যাওয়ায় বিপাকে ব্যবসায়ীরা, বিপুল আর্থিক ক্ষতিতে মাথায় হাত তাঁদের।এদিকে, এই অগ্নিকাণ্ডের জেরে বেশ কিছুক্ষণ কল্যাণী এক্সপ্রেসওয়েতে যানচলাচলের সমস্যায় পড়েন যাতায়াতকারীরা।