লঞ্চে ওঠার সময় জলে পড়ে মৃত ৫জন

ঢাকা সদর ঘাটে লঞ্চে উঠতে গিয়ে জলে পড়ে মারা গিয়েছেন ৫ জন,এর মধ্যে একটি শিশু-সহ ৩ জন একই পরিবারের ছিলো।বৃহস্পতিবার ইদের দিনে লঞ্চটির রশি ছিঁড়ে যাওয়ার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সদর ঘাটে ১১ নম্বর পন্টুনে পাশাপাশি দাঁড়িয়ে ছিল দু’টি লঞ্চ এমভি তাশরিফ-৪ ও এমভি পূবালী-১। এমভি ফারহান নামে আর একটি লঞ্চ মাঝে ঢুকে পড়ায় তশরিফ-৪ নামে লঞ্চটির রশি ছিঁড়ে যায়।তখন যাত্রীদের ওঠা নামা চলছিল।ফলে পাশের থেকে লঞ্চেয় ধাক্কায় রশি ছিঁড়ে যাওয়ায় লঞ্চটি ঘাট থেকে অনেকটা পিছিয়ে যায়। ফলে কয়েকজন জলে পড়ে যান।পরে তাঁদের মধ্যে ৫ জন মৃত বলে জানায় হাসপাতাল।

মৃতদের মধ্যে এক স্বামী-স্ত্রী, মহম্মদ বেলাল মুক্তা এবং তাঁদের চার বছরের কন্যা রয়েছেন। মৃত অন্য দু’জন নাম রিপন হাওলাদার ও রবিউল আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *