‘হীরামান্ডি’ সিরিজ় নিয়ে কি বললেন সোনাক্ষী?

বলিউডে ছবি বা সিরিজ়ে গানের দৃশ্যায়ন এক দিনে শেষ করা প্রায় অকল্পনীয় বিষয়। অভিনেতাকে কঠিন নাচের দৃশ্যে অজস্র বার টেক দিতে হয়। আর যদি পরিচালক সঞ্জয় লীলা ভন্সালী হন, তা হলে তো কথাই নেই| কিন্তু, ভন্সালীর সেটেই সোনাক্ষী সিন্হা অসাধ্যসাধন করেছেন। ‘হীরামান্ডি’ ওয়েব সিরিজ়ের ‘তিলস্মী বাহেঁ’ গানে সোনাক্ষীর নাচ অনুরাগীদের ইতিমধ্যেই নজর কেড়েছে। অভিনেত্রী জানিয়েছেন, তিনি একটি টেকেই শেষ করেছিলেন ওই গানের নাচটি।

তিনি একই সঙ্গে জানান, কেরিয়ারে তিনি এই প্রথম কোনও নাচের দৃশ্য এক বারে শেষ করেছেন। তবে তিনি এর জন্য ভন্সালীকেই ধন্যবাদ জানিয়েছেন। সোনাক্ষী বলেন, ‘‘প্রচণ্ড কঠিন নাচ ছিল। কিন্তু সেটা কী ভাবে করেছিলাম, আমিও জানি না। কারণ, চার দিন বরাদ্দ করা হয়েছিল শুটিংয়টির জন্য।’’ সোনাক্ষী জানান, বেলা ৩টে পর্যন্ত শুটিংয়ের পর পরিচালক জানান যে, তিনি অন্য কিছু চাইছেন। ভন্সালী সহ-পরিচালকদের ডেকে নাচের দৃশ্যটা বর্ণনা করেন। সোনাক্ষী প্রথমে ভেবেছিলেন, খেপে খেপে শট নেওয়া হবে। কিন্তু পরিচালক তাঁকে চমকে দিয়ে জানান, তিনি একটি শটে পুরো দৃশ্যায়ন শেষ করতে চাইছেন।

সোনাক্ষী বলেন, ‘‘নিজের কেরিয়ারে এক বারে কোনও গানের নাচ আমি শেষ করিনি। কিন্তু কয়েক বার রিহার্সাল করতেই সহজ হয়ে যায় বিষয়টা। পরিচালক জোর না করলে আমি পারতাম না।’’ মঙ্গলবার প্রকাশ্যে এসেছে ‘হীরামান্ডি’ সিরিজ়ের ট্রেলার। সিরিজ়ে সোনাক্ষী ছাড়াও অভিনয় করেছেন অদিতি রাও হায়দরি, মনীষা কৈরালা, শেখর সুমন, ফরদিন খান, প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *