দিঘায় সমুদ্রস্নান করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পর্যটকরা 

সৈকত নগরী দিঘায় ঘুরতে গিয়ে  আচমকা  সেখানেই বিপত্তি। সেখানে জগন্নাথ মন্দিরের সামনে  রাস্তা দিয়ে পর্যটকদের নিয়ে যাচ্ছিল একটি প্রাইভেট গাড়ি। হঠাৎ করে এক  বিকট শব্দ। জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকা ইঞ্জিন ভ্য়ানে ধাক্কা মারে প্রাইভেট গাড়িটি। গাড়িটি সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে যায় । বুধবার বিকেলে এই দুর্ঘটনায় বেশ শোরগোল পড়ে যায় দিঘায়। জানা যায় যে, গাড়িটিতে সেই সময় চার জন পর্যটক ছিলেন। তবে ভাগ্যের জোরে  পর্যটকরা প্রাণে রক্ষা পান এবং সকলেই প্রায় অক্ষতই রয়েছেন।

পুলিশ সূত্রে খবর ছিল যে, পর্যটকদের নিয়ে ওই প্রাইভেট গাড়িটি নিউ দিঘা থেকে ওল্ড দিঘার দিকে যাচ্ছিল। আর সেই সময়েই জগন্নাথ মন্দিরের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় দিঘা থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থেকে পর্যটকদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দিঘা স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেই প্রাথমিক চিকিৎসার চলে তাঁদের। পর্যটকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে রাস্তার উপর থেকে সরিয়ে যানজটমুক্ত করা হয়।

দিঘায় সারা বছরই পর্যটকদের ঢল লেগেই থাকে। এখন গরমের সময়ে পর্যটকদের ভিড় আরও বাড়ছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা উইকএন্ডের ছুটি কাটাতে চলে আসছেন দিঘায় । এসবের মধ্যেই এবার এই দুর্ঘটনা  ঘটে দিঘায়। দিঘা শহরে রাস্তার বিভিন্ন প্রান্তে পথ নিরাপত্তা সংক্রান্ত বার্তা দেওয়া রয়েছে। কিন্তু মাঝে মধ্যেই কোনও কোনও চালককে বেপরোয়াভাবে গাড়ি চালাতে দেখা যায়। পুলিশের তরফে লাগাতারভাবে পর্যটকদের পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করার চেষ্টা চালিয়ে যাওয়ার পরেও বুধবার এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ঘটে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *