হাসাপাতালে ভর্তি জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী তনুশ্রী কন্যা শ্রীনন্দা শঙ্কর।হাসপাতালের বিছানায় শুয়েই সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন তিনি,মুখে অক্সিজেন মাস্ক, হাতে স্যালাইনের নল।ছবি পোস্ট করেই শ্রীনন্দা লিখলেন, ‘বাই বাই গলব্লাডার’।
কয়েকবছর আগেই টলিপাড়ায় অভিনেত্রী হিসেবে হাতেখড়ি শ্রীনন্দার। কিন্তু তাঁর আগে মায়ের মতো নৃত্যশিল্পী হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী।তবে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়, অপর্ণা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তর মতো তাবড় অভিনেত্রীদের সঙ্গে জমিয়ে অভিনয় করেছেন শ্রীনন্দা।
সোশাল মিডিয়াতেও দারুণ জনপ্রিয় শ্রীনন্দা শংকর।তবে শুধুই সিনেমা নয়,শর্ট ফিল্মেও অভিনয় করেছেন শ্রীনন্দা শংকর।২০১৫-তে মুক্তি পেয়েছিল ‘দ্য থার্ড আই’।সেখানেই অভিনয় করেছিলেন আনন্দ শংকর ও শ্রীনন্দা শংকর।ফেসবুক ও ইনস্টাগ্রামে তাঁর নাচের ভিডিও মাঝে মধ্যেই ভাইরাল হয়।সোশাল মিডিয়ায় তাঁর আরোগ্য কামনা করেন নেটিজেনরা।শ্রীনন্দার অনুরাগীদের একটাই প্রার্থনা তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন।