DEMU,EMU নাকি MEMU! নিত্যদিন স্বল্প দূরত্বের কোন ট্রেন চাপেন?

অধিকাংশ মধ্যবিত্ত মানুষ প্রায় নিত্যদিন স্বল্প দূরত্বের ট্রেনে চেপে নিজেদের গন্তব্যে পৌছাই। কেউ যায় অফিস, কেউ স্কুল, কেউ আবার কলেজ। লম্বা দূরত্বের দূর পাল্লার ট্রেনের নানা নাম রয়েছে যেগুলো আমাদের সকলেরই কমবেশি জানা। কোনোটা সুপারফাস্ট, কোনটা মেল, আবার কোনোটা এক্সপ্রেস। তবে শুধু দূরপাল্লার নয় স্বল্প দূরত্বেরও ট্রেনেরও কিন্তু নাম রয়েছে, সেগুলি যথাক্রমে DEMU,EMU এবং MEMU। আপনি কখন কোনটায় চড়েন জানেন?

MEMU TRAIN- মেমুর পুরো নাম মেইনলাইন ইলেকট্রিক মাল্টিপেল ইউনিট। এই ট্রেনগুলি বিশেষত মেইনলাইনে চলাচল করে। এই ট্রেনগুলোর গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত হয়। এই ট্রেনগুলোতে ৮ থেকে ১২টি কোচ থাকে। পাশাপাশি এই ট্রেনগুলিতে এয়ার কন্ডিশনিং, ওয়াশরুম এছাড়াও আরও নানারকম সুযোগ, সুবিধা পাওয়া যায়। ভাড়াও খুব কম হয়। তবে খুবই কম দূরত্বে চলাচল করে।

EMU TRAIN- ইমুর পুরো নাম ইন্টার সিটি ইলেকট্রিক মাল্টিপল ইউনিট। ট্রেনগুলি এক শহর থেকে অন্য শহরে চলাচল করে। এই ট্রেনগুলির গতিবেগও ঘণ্টায় ৬০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত হয়। ১২ থেকে ১৬টি কোচ থাকে ট্রেনগুলিতে। এই ট্রেনগুলির কোচে গুলিতে এয়ার কন্ডিশন এবং ওয়াশরুম থাকে। এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা পাওয়া যায়। এই ট্রেনগুলির ভাড়াও খুব কম হয়।

DEMU TRAIN-ডেমুর পুরো নাম হল ডিমান্ড ইলেকট্রিক মাল্টিপল ইউনিট। এই ট্রেনগুলি ছোট শহর বা মফরসলে এবং গ্রামাঞ্চলে চলে। এই ট্রেনগুলির গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৬০ কিলোমিটার। এই ট্রেনগুলি সাধারণত ৬ থেকে ৮ কোচের হয়। তবে এই ট্রেনের কোচগুলিতে এয়ার কন্ডিশন এবং ওয়াশরুম থাকে না। এই ট্রেনের ভাড়াগুলি খুব কম হয়। তবে এটি কম দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *