রামমন্দির প্রসঙ্গে কংগ্রেসকে তোপ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মঙ্গলবার যোগীরাজ্যে ভোটপ্রচারে এসে পিলভিতে জনসভা করলেন নরেন্দ্র মোদি।এদিন মোদিকে বলতে শোনা যায়, ”লক্ষ্য যতই কঠিন হোক, তবে ভারত যদি একবার দৃঢ়প্রতিজ্ঞ হয় তাহলে অবশ্যই লক্ষ্যে পৌঁছবে।আজ এই অনুপ্রেরণা ও শক্তিকে কাজে লাগিয়েই আমরা উন্নত ভারত গড়তে কাজ করে চলেছি।”


কংগ্রেসকে এদিন তোপ দাগেন নরেন্দ্র মোদি।তিনি বলেন,”কংগ্রেস তুষ্টির জলায় এতটাই নিমজ্জিত যে তা থেকে আর বেরিয়ে আসতে পারছে না। কংগ্রেস যে ইস্তেহার তৈরি করেছে, তা কংগ্রেসের নয়, মুসলিম লিগের ইস্তেহার বলেই মনে হয়। কংগ্রেস হোক বা সমাজবাদী পার্টি, ওরা শুধুমাত্র তোষণের কারণেই সিএএ-র বিরোধিতা করছে।”

এর পাশাপাশি রামমন্দির প্রসঙ্গেও কংগ্রেসকে তোপ দেগেছেন প্রধানমন্ত্রী।তিনি বলেন,”মন্দির নির্মাণ বন্ধ করতে কংগ্রেস অনেক চেষ্টা করেছেন এবং প্রাণপ্রতিষ্ঠার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন।তবে অংশগ্রহণকারীদের দল থেকে বহিষ্কার করে দেন।রামের পুজো করলে তাঁকে দল থেকে বের করে দেওয়া হয়।এরা কেমন দল, যারা এই ধরনের পাপ করে তাদের কখনও ভুলে যেও না।” বর্তমান সাংসদ বরুণ গান্ধীর টিকিট বাতিল করে, রাজ্যের মন্ত্রী জিতেন প্রসাদের প্রতি আস্থা প্রকাশ করেছে বিজেপি।চলছে জোরকদমে প্রচার।এবার মোদির আগমনে সেখানকার রাজনৈতিক তাপমাত্রা যে আরও বাড়বে তা নিশ্চিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *