জেনে রাখুন কিছু ট্রিকস, রাতভর AC চললেও বিল আসবে সামান্যই

গরম শুরু হতেই  দিনের বেশিরভাগটা সময় এসি চালাচ্ছেন।  আবার ইলেকট্রিক বিল কতটা বেশি আসবে, সেই চিন্তাও করছেন। কিন্তু আপনি চাইলেই তা কম করতে পারেন। সব সময় যে এসি চালালেই বিল বেশি আসবে, তেমন কিন্তু কোনও কথা নেই। আপনাকে এমন কিছু কৌশল জানানো হবে, যাতে এসি চললেই ইলেকট্রিক বিল আসবে অনেক কম।

এসি চালিয়েও কীভাবে  বিদ্যুতের বিল কম রাখতে পারেন? তার জন্য কতগুলি বিষয় আপনাকে জেনে রাখতেই হবে। এখানে রইল সেই সব কিছু  টিপস।যতই গরম লাগুক কখনো প্রচণ্ড কম তাপমাত্রায় এসি রাখবেন না। এতে কিন্তু ইলেকট্রিক বিল বেশি আসবে। এয়ার কন্ডিশনারের তাপমাত্রা খুব কমিয়ে দিলে বিল  কিন্তু বেশিই আসবে। মাথায় রাখবেন এসির তাপমাত্রা খুব বেশি কমিয়ে ফেলবেন না। সবসময় ২৬-২৭ ডিগ্রিতে রেখে এসি চালান। এতে কম্প্রেসরে কম চাপ পড়বে। সাশ্রয় হবে বিদ্যুৎ বিলে।অনেকে এসি আর ফ্যান একসঙ্গে চালান। এমনটা  কখনই করবেন না। এসিকে একটু সময় দেবেন ঘর ঠান্ডা হওয়ার জন্য। অযথা ফ্যান চালিয়ে রাখবেন না।

এয়ার কন্ডিশনারকে 28 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রাখা হয়। তাই প্রথমে এসি চালানোর সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করবেন না।সবসময় এসি এমন একটি তাপমাত্রায় সেট করুন, যাতে ধীরে ধীরে ঘরের তাপমাত্রা কমতে থাকে।এয়ার কন্ডিশনারটির তাপমাত্রা 24 ডিগ্রি থেকে 28 ডিগ্রির মধ্যে সেট করুন। এর সুবিধা হল 10 মিনিটের ব্যবধানে ঘরের তাপমাত্রা যেমন কমে যায়, তেমনি বিদ্যুৎ খরচও কমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *