কলকাতা শহরের বিভিন্ন জায়গায় ‘ভুলভুলাইয়া ৩’র শুটিং করছেন কার্তিক আরিয়ান। আর তার ফাঁকেই চলছে পেটপুজো এবং বুধবার পার্কস্ট্রিটের ঐতিহ্যবাহী ফ্লুরিজে পৌঁছে গিয়েছিলেন বলিউডের হার্টথ্রব।চেখে দেখলেন নানা খাবার।
২০০৭ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার,ও বিদ্যা বালানের ‘ভুলভুলাইয়া’। তার সিক্যুয়েল অর্থাৎ ‘ভুলভুলাইয়া ২’ ছবিতে প্রথমবার রুহান ওরফে ‘রুহ বাবা’র চরিত্রে দেখা যায় কার্তিককে।‘ভুলভুলাইয়া ৩’ ছবির শুটিংয়েও এই চরিত্রের পোশাকেই দেখা যাচ্ছে তারকাকে। ফ্লুরিজেও তিনি ‘রুহ বাবা’র মেজাজেই বসেছিলেন।শোনা গিয়েছে, ফ্রেঞ্চ টোস্ট, এগ হোয়াইট মশালা দিয়ে ব্রেকফাস্ট সেরেছেন কার্তিক।
সোমবার কলকাতায় আসেন কার্তিক, বিমানবন্দর থেকে বেরিয়েই কার্তিকের চোখে পড়ে লেকটাউনের বড় ঘড়ি। তবে কলকাতার বিগ বেন তাঁকে মুগ্ধ করেছেন। তাই তো সেই ভিডিও ইনস্টা স্টোরিতে শেয়ার করেন, কলকাতায় আসার বার্তা দেন কার্তিক।তার পরই সঙ্গীদের নিয়ে শহরের অভিজাত রেস্তরাঁয় পেটপুজো করার ছবি শেয়ার করেন অভিনেতা।প্রসঙ্গত, ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে এবার বড় চমক দিতে চলেছেন পরিচালক অনীশ বাজমি। নতুন সিক্যুয়েলে বিদ্যা বালনের চরিত্রকে ফিরিয়ে আনতে চলেছেন পরিচালক।মাধুরী দীক্ষিতকেও নাকি দেখা যাবে এই ছবিতে। কার্তিকের বিপরীতে ছবিতে অভিনয় করছেন তৃপ্তী দিমরি। তবে মঙ্গলবার হাওড়া ব্রিজে কার্তিকের শুটিংর সঙ্গিনী ছিলেন বাংলার মডেল প্রান্তিকা দাস। চরিত্র ছোট হলেও, কার্তিকের সঙ্গে অভিনয় করে তাঁর দারুণ লাগছে।তবে বুধবার ভিক্টোরিয়ার কাছে ‘ভুলভুলাইয়া ৩’র শুটিং করার কথা আছে।