সিএবি-আইসিসি মউ চুক্তি বাংলার ক্রিকেটের উন্নতিতে

ছেলেরা খেলবে ইডেনে, মেয়েরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে। ম্যাচ হবে দিনে দুটো করে । এই টুর্নামেন্ট আইপিএলের নিয়ম মেনেই হবে । লিগ এবং নক আউট ফরম্যাটে খেলা হবে। মোট ৩১টি করে ম্যাচ খেলা হবে ছেলে এবং মেয়েদের বিভাগে । লিগ চলবে ২১ দিন ধরে। এই লিগে কোনও বিদেশি খেলানো যাবে না। প্রথম একাদশে একজন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার রাখা বাধ্যতামূলক।

বেঙ্গল প্রো টি-২০ লিগ জুনেই শুরু হচ্ছে । সিএবি শুরু করছে আইপিএলের কায়দায় বাংলায় ফ্র্যাঞ্চাইজি লিগ । তার আগেই এক সর্বভারতীয় বাণিজ্যিক সংস্থার সঙ্গে মউ চুক্তি করল সিএবি। প্রাথমিক ভাবে তিন বছরের জন্য সংস্থার সঙ্গে মউ চুক্তি বাংলার ক্রিকেট সংস্থার। এই চুক্তির ফলে সিএবি যে আর্থিক ভাবে অনেক শক্তি বাড়াল তা বলাই যায়।

সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, সচিব নরেশ ওঝা মঙ্গলবার আনুষ্ঠানিক মউ চুক্তিতে উপস্থিত ছিলেন । অন্যদিকে সর্বভারতীয় বাণিজ্যিক সংস্থার ডিরেক্টরও উপস্থিত ছিলেন মউ স্বাক্ষর অনুষ্ঠানে। আইপিএল শেষ হওয়ার ১৫ দিন পরেই আটটি ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে কলকাতায় শুরু হতে চলেছে এই বেঙ্গল প্রো টি-২০ লিগ। ছেলেদের পাশাপাশি মেয়েদের বেঙ্গল প্রো টি-২০ লিগ একই সময়ে চলবে।

বাংলার ক্রিকেটার এবং কোচ অগ্রাধিকার পাবেন। কোনও বিদেশি কোচ নেওয়া যাবে না, কোনও দল চাইলে বিদেশি মেন্টর নিতে পারে।প্রত্যেক দল লটারির মাধ্যমে নির্বাচিত হবে। দল বাছবেন নির্বাচকরা। ড্রাফটিংয়ের মাধ্যমে ক্রিকেটার বাছা হবে। বেঙ্গল প্রো টি-২০ লিগ জুনের ১২ তারিখ থেকে শুরু হতে পারে । সিএবি ফ্র্যাঞ্চাইজিদের নাম শীঘ্রই ঘোষণা করে দেবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *