প্রাণনাশ করা তাপপ্রবাহ থেকে মিলেছে স্বস্তি। ইতিমধ্যেই ভিজেছে কলকাতাসহ বেশ কিছু জেলা। এখনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ জেলাতে। খুশির ঈদেও ভিজবে বেশ কিছু রাজ্য। দেখুন কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রইল লেটেস্ট আপডেট।
আলিপুর দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ ১০ এপ্রিল বুধবার থেকে দক্ষিবঙ্গের বেশ কিছু জেলা যেমন- উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়াতে হালকা বৃষ্টিপাতসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজ কলকাতা,পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, এবং নদিয়ায় আবহাওয়া বেশ শুষ্কই থাকবে বলে জানা যাচ্ছে।
Related