নতুন ধারাবাহিক অষ্টমীর সাথে আসছে কৌশিক চক্রবর্তী। এই ধারাবাহিক নিজের সাথে আনছে একগুচ্ছ টুইস্ট। সম্প্রতি সামনে এসেছে এই ধারাবাহিকের প্রোমো। এই ছবিতে প্রবীণ অভিনেতা কৌশিক চক্রবর্তীকে নতুন ভূমিকায় দেখা যাবে। একেবারে লালপেড়ে শাড়ি, লাল টিপ, এবং একমাথা সিঁদুরে পুরষোত্তম রুপে দেখা মিলবে তাঁর। তিনি এই ধারাবাহিকের এক গুরুত্বপূর্ণ চরিত্র।
এছাড়াও এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী ঋতব্রতাকে। এই ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম অষ্টমী। এই চরিত্রের নাম অনুসারেই ধারাবাহিকের নামকরণ হয়েছে। গোটা ধারাবাহিকটির গল্প একাধারে অন্ধবিশ্বাস এবং অন্যদিকে ভক্তি এবং সত্যকে নিয়ে। তবে অষ্টমী নতুন গ্রামে এসেই বুঝতে পারে আসল সত্যটা কী? এরপর শুরু হয় তার লড়াই। সবার সামনে খুলে দিতে চায় পুরুষোত্তমের আসল চেহারা। কিন্তু এরপরেই শত্রুদের ষড়যন্ত্রে চোখ হারায় অষ্টমী। শুরু হয় অন্য জীবন তাঁর। কাল থেকেই শুরু হয়েছে এই নতুন ধারাবাহিকটি। জি বাংলাতে রোজ সন্ধেবেলাতে দেখা মিলবে।