সামনে ঈদ আর ঈদে রোজা রাখা মুসলিমদের জন্য ফরজ। ধর্মের পালন করা আবশ্যক। কিন্তু যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত তাদের জন্য কি রোজা রাখা নিরাপদ? দেখুন কী বলছে বিশেষজ্ঞরা।
যেসমস্ত রোগীরা ডায়াবেটিস টাইপ-১ এ আক্রান্ত তাদের জন্য রোজা বিপদ ডেকে আনতে পারে। এছাড়াও যাদের ডায়াবেটিসের সঙ্গে কিডনির সমস্যা রয়েছে তাদের জন্য রোজা বিপদজনক। অন্তঃত্ত্বা ডায়াবেটিস রোগীদের জন্যও রোজা বিপদজনক।
তবে যারা ডায়াবেটিস নিয়েই রোজা রাখবেন তাদের কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে, দিনে অন্তত ২ থেকে ৩ বার সুগার মাপতে হবে আপনাদের রোজার সময়। সেহরির আগে এটি আবশ্যিক। এছাড়াও ইফতারের ২ ঘণ্টা পর সুগার মেপে নেবেন। অতিরিক্ত ভাজাপোড়া খাবার এবং তেল ও চর্বি জাতীয় খাবার খাবেন না। যাদের ইনসুলিন প্রয়োজন নিয়মিত নেবেন।