লোকসভা নির্বাচনের আগেই চলল গুলি জমিজমা নিয়ে বিবাদের জেরে রক্তারক্তি মুর্শিদাবাদ।তবে এর নেপথ্যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে বলে খবর। অশান্তির জেরে জখম হয়েছেন ৯জন এবং ২ জন গুলিবিদ্ধ হয়।সোমবার ঘটনাটি ঘটেছে কান্দি মহকুমার খড়গ্রামে থানায় অন্তর্গত সাদল গ্রাম পঞ্চায়েতের নদীর ধারে।
জানা গিয়েছে, জামিনদার শেখ ও লাটু শেখের মধ্যে জমি নিয়ে অশান্তি অনেক দিন ধরে চলছিলো।সেই জমি জায়গা নিয়ে বিবাদের জেরেই গুলি চলে। তবে সকলেই তৃণমূলের কর্মী বলে জানা যায়,আহতরা হলেন ইঞ্জিল শেখ, সিরাজুল শেখ, সমিরুল শেখ ও মুন্তাজ শেখ প্রথম দুজনকে গুলি লেগেছে।আহতদের মুর্শিদাবাদে মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে খবর, আহতদের সঙ্গে সাদল পঞ্চায়েতের তৃণমূল সদস্য সারুল শেখের সঙ্গে দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিবাদ চলছিলো।নদীর ধারে বাঁধের উপর জলের ট্যাঙ্ক বসানো হয়েছিল, সেই নিয়ে সারুল সেখের পরিবারের সঙ্গে ঝামেলা বাঁধে।ফলে এই কারনে গুলি চলে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে প্রথমে খড়গ্রাম ব্লক গ্রামীণ হাসপাতালে ও পরে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।জেলা পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব জানিয়েছেন, জমি সংক্রান্ত বিবাদের জেরেই ওই ঘটনা। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।