বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

পশ্চিমবঙ্গের বুকে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। মানুষের চাপের পাশাপাশি শারীরিক চাপ কমানোর জন্য এবার বিশেষ উদ্যোগ নিল রেল। দূরপাল্লার পাশাপাশি ইএমইউ লোকালের পাইলট ও গার্ডদেরও কাজের চাপ অত্যন্ত বেশি। এই আবহে রেলের পক্ষ থেকে লোকাল ট্রেনের মোটরম্যান ও গার্ডের কেবিনকে শীততাপ নিয়ন্ত্রিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ট্রেনের হাজার হাজার যাত্রীর নিরাপত্তা নির্ভর করে পাইলট ও গার্ডদের সতর্কতার উপর। তাই প্রত্যেকদিন তারা যাতে শারীরিক ও মানসিক সুস্থতার সাথে কাজ করেন সেটাই কাম্য। যে কেবিনে বসে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা তাদের কাজ করতে হয়, সেই কেবিন এবার আরামদায়ক বিশেষ তৎপর রেল।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ‘এ পর্যন্ত আমরা ২৪৬টি লোকাল ট্রেনে মোটরম্যান্যানস ক্যাবকে এসি-নিয়ন্ত্রিত করেছি। এর মধ্যে হাওড়া ডিভিশনে ১১০টি এব আসানসোল ডিভিশনে ১৩৬টি ট্রেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *