আইপিএলের চলতি মরসুমে ১৫ মাস পরে মাঠে নামলেন ঋষভ পন্থ ।দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হয়ে খেলছেন ঋষভ।একটা সময় ঋষভ ও উর্বশীর সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি।
২০১৮-২০১৯ সালে এই দুই তারকার প্রেমের কথা প্রকাশ্যে আসে।এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনার মুখে পড়েন ঋষভ, সেই সময় ইনস্টাগ্রামে ‘প্রার্থনা’ লিখে পোস্ট করেন উর্বশ রাউতেলা।শোনা যায়, অভিনেত্রীর মা নাকি ঋষভকে দেখতে গিয়েছিলেন হাসপাতালে।প্রায় দেড় বছর চিকিৎসাধীন ছিলেন ঋষভ পন্থ।তিনি হাঁটা চলার শক্তি হারিয়েছিলেন।তবে সুস্থ হয়ে ময়দানে ফিরতেই উর্বশীর নানা মন্তব্য করেন। শোনা যাচ্ছে, ঋষভের জন্য নাকি ব্রত রেখেছেন অভিনেত্রী।
তীব্র গরম তার মাঝেই খালি পায়ে প্রায় ৪৬ কিলোমিটার হেঁটে তারা বাবা কুটিয়ার দর্শন করলেন উর্বশী,এটি হরিয়ানার সিরসায়ে অবস্থিত শিবের মন্দির।সেখানেই নাকি পায়ে হেঁটে গিয়েছেন উর্বশী, যদিও এই প্রসঙ্গে কোনা মন্তব্য করেননি অভিনেত্রী।তবে উর্বশী বরাবরই ঈশ্বরে বিশ্বাসী সিদ্ধিবিনায়ক থেকে তিরুপতি, বিভিন্ন সময় মন্দির দর্শনে দেখা যায় তাঁকে।তবে এবার তারা বাবার মন্দির দর্শন নিয়ে শুরু হয়েছে জল্পনা।