বিয়ের দু’মাস আগেই ভেঙে গিয়েছিল সানির লিওনির সম্পর্ক  

২০১১ সালে ‘বিগ বস’-এর পঞ্চম মরসুমের প্রতিযোগী হয়ে ভারতীয় টেলিভিশনে আত্মপ্রকাশ । তত দিনে নীল ছবির তারকা হিসেবে পরিচত সানি লিওনি। বলিউডে তাঁর আত্মপ্রকাশ ঘটে পূজা ভট্ট পরিচালিত সিনেমা ‘জিসম ২’ছবির মাধ্যমে।এরপর একাধিক সিনেমা থেকে আইটেম গান, মিউজ়িক ভিডিয়ো, রিয়্যালিটি শো করেছেন তিনি।আর ফিরে তাকাতে হয়নি সানিকে।কিন্তু তাঁর ফিল্মি কেরিয়ারের তুলনায় বেশি চর্চিত তাঁর অতীতকে নিয়ে।

এই সময় স্বামী ড্যানিয়াল ওয়েবার ও তিন ছেলে-মেয়েকে নিয়ে সুখের সংসার সানির।তবু অতীত ভুলতে পারেননি অভিনেত্রী।কিন্তু বিয়ের দুয়েক আগেই তাঁকে ছেড়ে চলে যান তাঁর সেই সময়কার প্রেমিক।রিয়্যালিটি শোয়ের মঞ্চে সানি জানিয়েছেন, ড্যানিয়েলের সঙ্গে বিয়ে হওয়ার আগে আরও একজনের সঙ্গে সম্পর্ক ছিলে তাঁর।বিয়ের প্রায় সব ঠিক হয়ে গিয়েছিল।

কিন্তু সানির মন বলছিল, কোথাও ভুল করছি।সেই সময় প্রাক্তন বাগ্‌দত্তকে তিনি জিজ্ঞাসা করেছিলেন, তিনি তাঁকে ভালোবাসেন কিনা।তিনি সেই সময় সানিকে না বলেছিলেন, তখন অভিনেত্রী জানতে পারেন, তাঁর সঙ্গে প্রতারণা হচ্ছে। সানি বলেন, ‘‘সমস্ত পরিকল্পনা সারা,সেই সময় বিয়ে ভেঙে যায় এটা আমার জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা ছিলো।কিন্তু তার পর ঈশ্বর একজন দেবদূত পাঠিয়ে দেন, সে হল আমার স্বামী ড্যানিয়েল।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *