একাধিক ছুটির ঘোষণা সরকারের তরফে

সুখবর, চলতি মাস পড়তে না পড়তেই একাধিক ছুটির ঘোষণা সরকারের তরফে। একাধিক ছুটি রয়েছে রাজ্য সরকারি কর্মী থেকে শুরু করে স্কুল কলেজের পড়ুয়াদের জন্য। অনেক ক্ষেত্রে লম্বা ছুটিতে অফিস-কাছারিও বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, পয়লা বৈশাখ, গুড়ি পাড়োয়া থেকে ইদ-উল-ফিতর সাধারণত এই সমস্ত দিন গুলিতে ছুটি দেওয়া হয়েই থাকে। তবে এছাড়া আর কী কী ছুটি আছে এই এপ্রিলে? এপ্রিলের আসন্ন স্কুলের ছুটি কোন কোন দিন রয়েছে।

৯ এপ্রিল, ২০২৪ চৈত্র সুখলদি/উগাদি/গুড়ি পাদওয়া, ১১ এপ্রিল, ইদ-উল-ফিতর (অস্থায়ী)। ১৪ এপ্রিল ২০২৪, রবিবার বাংলা নববর্ষ ও আম্বেদকর জয়ন্তী। ১৭ এপ্রিল ২০২৪, বুধবার রাম নবমীর জন্য ছুটি থাকছে। এপ্রিল ২১, ২০২৪ মহাবীর জয়ন্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *