ঈদে আসছে পূজা চেরির লিপস্টিক, পোস্টার প্রকাশ্যে আসতেই বেসামাল দর্শক

ঈদে মুক্তি পেতে চলেছে আজাদ এবং পূজা চেরি অভিনীত ছবি লিপস্টিক। যদিও সিনেমার আইটিম সং টি ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে দর্শকদের মাঝে। এছাড়াও প্রকাশ পেয়েছিল আরও একটি রোমান্টিক গান নিন্দুক। দুটি গানই দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। তবে সিনেমাটি সেন্সর পেয়েছে।

তবে সমস্ত বাঁধা কাটিয়ে সিনেমাটির অফিসিয়াল পোস্টার প্রকাশ পেয়েছে সম্প্রতি। ক্লিওপেট্রা ফিল্মস প্রয়োজিত এই ছবির পোস্টার যথেষ্ঠ সাড়া ফেলেছে দর্শক মহলে। পোষ্টার প্রকাশ পেতেই আজাদ লেখেন ‘বুধ অথবা বৃহস্পতিবার ঈদ। তবে লিপস্টিক আসবে ঈদেই।’ এর পাশাপাশি তিনি সকলকে ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন।

এই সিনেমাটির গল্প এক কিশোরী মেয়েকে নিয়ে যার বাড়ি ঢাকার অদূরে এক গ্রামে। মেয়েটির নাম বুচি। সে নায়িকা হওয়ার স্বপ্ন দেখে। চোখেমুখে তার নায়িকা হওয়ার স্বপ্ন। সেই স্বপ্ন নিয়েই সে ঢাকায় আসে। এরপর ধীরে ধীরে পূরণ হয় তার স্বপ্ন। তারপর সে অন্য এক জীবন পায়। শুরু হয় নতুন গল্প। এই কিশোরীর চরিত্রেই দেখা যাবে পূজা চেরিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *