অল্প বয়সেই চুলে পাক ধরছে, দেখে দিন ঘরোয়া তৎকাগুলি

আজকাল অনিয়মিত জীবনযাপন, তেল মশলাযুক্ত খাবার আমাদের পেটের বারোটা বাজিয়ে দিচ্ছে। এর প্রভাব পড়ছে, শরীর, ত্বকের সাথে সাথে আমাদের চুলেও। অকালে পেকে যাচ্ছে চুল। এর থেকে মুক্তি পেতে অনেকেই চুলে অপ্রাকৃতিক রং করেন। তবে ঘরোয়া উপায়েও এর থেকে মুক্তি পাওয়া যায়। দেখে নিন সেই ছোট ছোট টোটকাগুলি।

কারি পাতা- যারা অল্প বয়সেই চুল পাকার সমস্যায় ভোগেন তাদের জন্য কারিপাতা খুব উপকারী। এই সমস্যা থেকে নিস্তার পেতে খাঁটি নারকেল তেলের সাথে কারি পাতা ভালো করে ফুটিয়ে নিন। এরপর ভালো করে পাতাগুলো ছেঁকে তেলটি সারা মাথায় ম্যাসেজ করুন। এরপর জল দিয়ে ধুয়ে নিলেই পেয়ে যাবেন মুক্তি।

চা পাতা- পাকা চুল কালো করতে চা পাতার জুড়ি মেলা ভার। স্নান করার আগে কিংবা রাতে ঘুমানোর আগে দুই টেবিল চামচ চা পাতা নিয়ে নিন। এবং ভালো করে গরম জলে ফোটান। এরপর জল ঈষৎ উষ্ণ হলে মাথায় লাগিয়ে এক ঘণ্টা রেখে ঠাণ্ডা জলে ধুয়ে নিন। প্রতি এক সপ্তাহ অন্তর অন্তর এই রেমেডি ব্যবহার করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *