সারা মুখে ছোট ছোট খয়েরি মত দাগ দেখা যাচ্ছে। প্রথমে যাকে তিল বলে ভুল করেছিলেন। কিন্তু দিন কয়েক পর বুঝলেন এটি তিল বা রোদে পোড়া দাগ নয় । সালোঁয় গিয়ে ব্লিচ করাতে খয়েরি দাগ কিছুটা হালকা হল ঠিকই কিন্তু কয়েক দিন পর আবার যে কে সেই। শুধু তাই নয়, সেই দাগ দিনে দিনে আকারে বড় হতে লাগল ,এটি আসলে মেচেতার দাগ। মুখে মেচেতার দাগ পড়তে পারে নানা কাড়ণে। শরীরে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের মাত্রায় হেরফের হলে মুখে মেচেতা দেখা দিতে পারে। রজোনিবৃত্তির পর কিংবা গর্ভাবস্থাতেও এই সমস্যা দেখা যায়। চিকিৎসকদের মতে, দীর্ঘ দিন ধরে গর্ভনিরোধক বড়ি খেলেও মেচেতার সমস্যা দেখা যেতে পারে।
অনেকেই বলেন, মেচেতার সমস্যা বেড়ে যায় গরমকালে। ত্বকের চিকিৎসকদের মতে অতিবেগনি রশ্মি মুখে মেচেতা পড়ার অন্যতম কারণ হল। সূর্যের আলোয় থাকা ইউভি-এ এবং ইউভি-বি ত্বকে মেলানিন উৎপাদনের পরিমাণ বাড়িয়ে তোলে এবং যার ফলে মুখে মেচেতার দাগ পড়তে পারে। এছাড়া মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার থেকে যে আলো বিচ্ছুরিত হয়, তা-ও মেচেতা পড়ার জন্য দায়ী। তাই এই ধরনের যন্ত্রগুলির ব্যবহার কমিয়ে আনতে পারলে ভাল।
সাইট্রিক অ্যাসিড যুক্ত লেবুর রস প্রাকৃতিক ব্লিচ হিসেবে বেশ ভাল। মুখের কালচে দাগ-ছোপ দূর করতে সাহায্য করে এটি। তবে স্পর্শকাতর ত্বকে লেবুর রস মাখা কিন্তু উচিত নয়।সব সব ধরনের ত্বকের জন্য অ্যালো ভেরার জেল বেশ নিরাপদ। এর মধ্যে এমন কিছু উপাদান রয়েছে, যা মুখের কালচে দাগ দূর করতে সাহায্য করে। মুখে কালচে দাগ-ছোপ পড়লে জলের সঙ্গে অ্যাপ্ল সাইডার ভিনিগার মিশিয়ে টোনারের মতো করে ব্যবহার করতে পারেন। মেচেতার দাগ ফিকে হবে।