পেট্রোলের দামে ফের বদল, সস্তা হল জ্বালানি তেলের দাম?

জ্বালানি তেলের দাম প্রতিনিয়তই পরিবর্তিত হয়। কাল পেট্রোলের দাম কিছুটা কমেছিল। কমেছিল ডিজেলের দামও। বেশ কিছু রাজ্যে সস্তা হয়েছিল জ্বালানি তেল। আজকের ফের সেই দামের পরিবর্তন ঘটল। দেখে নিন আজ কোন রাজ্যে পেট্রোলের দাম বাড়লো এবং কোন রাজ্যের পেট্রোলের দাম কমলো। রইল সেই তালিকা।

আজ কলকাতাতে পেট্রোলের দাম কত?
গতকালের মতোই আজও কলকাতাতে পেট্রোলের দাম অপরিবর্তিত। দামের কোন হেরফের হয়নি কলকাতাতে। কলকাতাতে আজ পেট্রোলের দাম প্রতি লিটার ১০৩.৯৪ টাকা। তবে আজ আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে পেট্রোলের দাম লিটার প্রতি কিছুটা বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *