শেষ বয়সে কেমন দেখতে ছিল টলিউডের ডিভা? ‘সুচিত্রারহস্য’ ফাঁস

একসময় গোটা টলিউডে রাজত্ব করে বেরিয়েছিলে বলিউডের ডিভা সুচিত্রা সেন। দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক মনমুগ্ধকর ছবি। অভিনেত্রীর ক্যারিয়ার যখন মধ্যগগনে সেই সময়ে অন্তরালে চলে যান তিনি। কিন্তু কেন? ঠিক কি কারণে এই সিদ্ধান্ত নিয়ে ছিলেন সুচিত্রা। সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। তবে অনেকের ধারণা শেষ বয়সে সুচিত্রা সেন আগের মত সুন্দরী ছিলেন না। সেই কারণেই নাকি তিনি নিজেকে লুকিয়ে রাখতেন।

কিন্তু এবার এক প্রত্যক্ষদর্শী জানান সুচিত্রা সেন তার শেষ বয়সে কেমন দেখতে ছিলেন। সামনে এলো এত বছর ধরে লুকানো রহস্য। সুচিত্রা সেনের বোনজি লগ্না জানান, শেষ বয়সেও সুচিত্রা সেন অসম্ভব সুন্দরী ছিলেন। সাদা চুলে ও তার দিক থেকে চোখ ফেরানো দায় ছিল। কিন্তু তিনি লাইম লাইট থেকে দূরে থাকতে চেয়েছিলেন সেই জন্যই তিনি ক্যামেরার সামনে আসতেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *