গ্রীষ্মের দাবদহে নাজেহাল রাজ্যবাসী। অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়ছে সাধারণ মানুষ। বাড়িতে এসে ক্লান্তিতে আর কোন কাজেই এনার্জি লাগছে না। এই সময় নিজেকে রিফ্রেস করতে এই পানীয়টি কাজে আসবে। পুদিনার এই দই লস্যিটি ট্রাই করে দেখুন। দেখুন সেই সহজ রেসিপি।
প্রথমে নুন, বিটনুন, গোলমরিচ, পুদিনা এবং দই সংগ্রহ করে রাখুন। এর পর একটি মিক্সার গ্রাইন্ডারে টক দই নুন এবং বাকি উপকরণ দিয়ে ভালো করে একসঙ্গে ব্লেন্ড করে নিন। এরপর ওপর থেকে বিটনুন ছড়িয়ে এবং একটি পুদিনা পাতা ছড়িয়ে সার্ফ করে দিন রেফ্রেস ড্রিংক।