ভূপতিনগর প্রসঙ্গে কী বললেন মমতা?

বালুরঘাট মঞ্চে দাঁড়িয়েই ভূপতিনগর প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করা ভাষায় আক্রমণ করলেন NIA কে। মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে বলেন, ” ওখানে প্রথমে মহিলারা নয় হামলা করেছিল NIA। এর পরেই মহিলারা ক্ষুব্ধ হয়ে চড়াও হয় NIA অফিসারদের উপর। মধ্যরাতে গিয়ে মহিলাদের বাড়িঘর ভাঙচুর করার প্রচেষ্টা চালানো হয়। তারা নিজেদের ইজ্জত বাঁচাতে এই কাণ্ড করে।”

এই প্রসঙ্গে মমতা আরো বলেন, ” কেউ ইজ্জত নিয়ে ছেলেখেলা করলে মহিলারা তো আর মাথায় ওড়না টেনে, বালা পড়ে বসে থাকবে না। মেদিনীপুরে বহুদিন আগে একটি সাধারণ চকলেট বোমা ফেটেছিল, সেই তদন্তে কেন মাঝরাতে তল্লাশি চালাতে হবে NIA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *