১৯৮৪ সালে আন্টার্কটিকায় গবেষণা চালার জন্য ‘দক্ষিণ গঙ্গোত্রী’ কেন্দ্র গড়ে তোলা হয়েছিল। এটিই ছিল আন্টার্কটিকায় ভারতের খোলা নতুন ডাকঘর। ফের চার দশক পর আন্টার্কটিকার বুকেই নতুন ডাকঘর খুলে ফেলল ভারত। নতুন ডাকঘরটি খোলা হয়েছে ভারতী গবেষণা কেন্দ্র স্টেশনে।
আন্টার্কটিকায় ভারতের ডাকঘর খুবই গুরুত্বপূর্ণ। এর পেছনে রয়েছে বিশেষ কিছু কারণ। আন্টার্কটিকার পোস্ট অফিসের স্ট্যান্ড যেকোন কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু তাই নয় আন্টার্টিকার ডাকঘরে চিঠি পৌঁছানো মানে সেই চিঠি পৌঁছায় NCPOR র কাছে।