নির্বাচনের আগেই বিরাট রায়

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগেই চমক। সরকারি হাসপাতালে চাকরিরত চিকিৎসকদের আর ভোটে দাঁড়াতে কোনও বাধা রইল না।

চাকরি থেকে ইস্তফা দিয়ে নির্বাচনে প্রার্থী হতে পারবেন তাঁরা। সম্প্রতি এই অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। পশ্চিমবঙ্গ সরকারের সার্ভিস রুলস অনুসারে, জরুরি পরিষেবার অধীন কর্মরত ব্যক্তিদের ভোটে দাঁড়ানোর বেশ কিছু বিধিনিষেধ রয়েছে।

পুলিশ, চিকিৎসক, দমকলের মতো ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের এই বিধিনিষেধ মানতে হয়। তবে এবার কলকাতা হাই কোর্ট জানিয়ে দিল, চিকিৎসকরা পদত্যাগ করে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করতেই পারেন। হাই কোর্ট এই অনুমতি দেওয়ায় বহু ডাক্তারের সুবিধা হবে বলেই মত ওয়াকিবহাল মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *