গুজরাট একসময় অনায়াসে জয় পেতে চলেছে বলে মনে হচ্ছিল। কিন্তু মুহূর্তেই খেলা ঘুরে গেল। খুবই খারাপ বোলিং করে বড় রানের ‘সম্পদ’ খুইয়ে ম্যাচ হেরে গেলেন শুভমান গিলরা। পাঞ্জাবের কাছে ৩ উইকেটে হেরে গেলেন তারা।
টসে জিতে পাঞ্জাব প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ১১ রানে ঋদ্ধিমান সাহা দ্রুত আউট হলেও উইলিয়ামসনকে নিয়ে দুর্দান্ত ব্যাটিং উপহার দেন গুজরাট টাইটানসের অধিনায়ক শুভমান গিল। এবারের আইপিএলে ভালো শুরু করেও বড় ইনিংস কিছুতেই খেলা হয়ে উঠছিল না ভারতীয় নতুন ব্যাটিং তারকার। কিন্তু তিনি আজ দুর্দান্তভাবে ইনিংস টানলেন। শেষদিকে কয়েকটি বড় শট খেললেও ৮৯ রানে অপরাজিত থেকে যান তিনি।সাই সুদর্শনও চমৎকার ব্যাট করলেন । শেষে রাহুল তেওটিয়া ৮ বলে ২৩ করে অপরাজিত থেকে গেলেন।
শুরু থেকেই গুজরাটের খেলায় আক্রমণাত্মক ভাব মূর্তি লক্ষ্য করা যায়। প্রথম ওভারেই তিনটি বাউন্ডারি মারেন বেয়ারস্টো। তবে দ্বিতীয় ওভারের শুরুতেই অধিনায়ক শিখর ধাওয়ান উমেশ যাদবের বলে কাট করতে গিয়ে বল স্টাম্পে টেনে এনে বোল্ড হন। টিকতে পারলেন না জনি বেয়ারস্টোও । ভালো খেলে যান প্রভশিমরন সিং।প্রভশিমরন পাঁচটি বাউন্ডারি ও একটি ছক্কার দ্বারা ২৪ বলে ৩৫ রানের ইনিংস গড়ে তোলেন।কিন্তু নুর আহমেদের গুগলিতে অর্ধশতরান আর পাওয়া হয়নি তাঁর। তবে শশাঙ্ক সিং পাঞ্জাবকে প্রকৃত অর্থেই লড়াইয়ে ফেরালেন । তাঁর অর্ধশতরান দলকে দিল প্রয়োজনীয় অক্সিজেন ।শেষ পর্যন্ত দাঁড়িয়ে থেকে ম্যাচ ‘ফিনিশ’ করলেন তিনি।শশাঙ্ক অনবদ্য ৬১ করে গেলেন এবং তাঁর ইনিংসটি এককথায় উইনিং নক।